রূপগঞ্জে ভোটার উপস্থিতি কম, চলছে ভোট গ্রহণ
রূপগঞ্জ, প্রতিনিধি: ইভিএম পদ্ধতিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার ৬ টি ওয়ার্ড ভোট গ্রহণ চলছে। তবে ভোটারদের তেমন উপস্থিতি তেমন পাওয়া যায়নি।বেশিরভাগ কেন্দ্র গুলোতেই ভোটার উপস্থিতি দেখা যায়নি।
ভোটাররা জানান মেয়র প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় নির্বাচনে ভোট দেয়ার আগ্রহ নেই। তাই ভোট কেন্দ্রে অন্যান্য নির্বাচনের তুলনায় এবারের ভোট কেন্দ্রে ভোটারের সংখ্যা কম। তবে কিছু কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি বাড়ছে।
হাজী নূরউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রিজাডিং অফিসার সাজাদুল জানান, কোন প্রকার ঝামেলা ছাড়াই নির্বাচন ভোট গ্রহণ চলছে তবে ভোটার উপস্থিতি কম। এখন পর্যন্ত এ কেন্দ্রে ৫০০ টি ভোট কাস্ট হয়েছে মোট ভোটার ৮ হাজার। একই অবস্থা অধিকাংশ কেন্দ্রে গুলোতে।
জেলা নির্বাচন কর্মকর্তা ও তারাব পৌরসভার রিটার্নিং কর্মকর্তা মতিয়ুর রহমান জানান, সকাল ৮ থেকে শুরু হওয়া নির্বাচনে তারাব পৌরসভার নির্বাচনের ভোট গ্রহণ চলছে। এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে ৯ জন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ভোটের কেন্দ্রে গুলোতে কঠোর অবস্থানে রয়েছেন।
এ পৌরসভায় ৬ টি সাধারণ কাউন্সিলর এবং ৩টি সংরক্ষিত কাউন্সিলর পদে মোট প্রার্থী রয়েছে ৩৬ জন। তার মধ্যে সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ১০ জন, সাধারণ কাউন্সিলর প্রার্থী ২৬ জন।