শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধর শেষ দিনগুলোতে নিশ্চিত পরাজয় জেনে পাকিস্তানি বাহিনী ও তাদের দোসর আল-বদর, আল-শামসরা হত্যা করে এদেশের সেরা সন্তান- শিক্ষক, সাহিত্যিক, চিকিৎসক,সাংবাদিকসহ মেধাবী মানুষদের। বুদ্ধিবৃত্তিক দিক থেকে বাংলাদেশকে পঙ্গু করে রাখাই ছিলো তাদের কৌশল।
১৯৭১- এ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পটভূমিতে ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত হয় একটি স্বাধীন ভূখন্ড, নিজস্ব মানচিত্র আর একটি লাল সবুজের পতাকা। কিন্তু এর আর আগে পাকিস্তানি বাহিনী ও তাদের দোসরদের নৃশংস ও ঘৃণ্য হত্যাযজ্ঞের পরিকল্পনায় প্রাণ দিতে হয় বাঙালি বুদ্ধিজীবীদের।
জেনারেল রাও ফরমান আলীর তালিকা ধরে একাত্তরের ১০ থেকে ১৪ই ডিসেম্বর পর্যন্ত আল-বদর, রাজাকাররা এদেশের সেরা মেধাবী সন্তানদের হত্যায় নেমে পড়ে। ১৪ই ডিসেম্বর হত্যা করা হয় সবচেয়ে বেশী সংখ্যক বুদ্ধিজীবীকে।
বেছে বেছে হত্যা করা হয় বিভিন্ন পেশার অগ্রসর চিন্তার মানুষদের বিশ্ববিদ্যালয় শিক্ষক, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাহিত্যিক, সাংবাদিক, সঙ্গীতজ্ঞ ও রাজনীতিক।জাতিকে মেধাহীন রাখার যে পরিকল্পনা নিয়ে পাকিস্তানিরা যে ক্ষতি করেছে তা আজও কাটিয়ে ওঠা সম্ভব হয়নি ।
বেসরকারিভাবে বুদ্ধিজীবী নিধন তদন্ত কমিশন নামে একটি উদ্যোগ শুরু হলেও বাহাত্তরের ৩০ জানুয়ারি রহস্যজনকভাবে নিখোঁজ হ’ন ঐ কমিশনের আহবায়ক চলচ্চিত্রকার জহির রায়হান।
এরপর প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ একটি কমিশনের উদ্যোগ নিলেও পঁচাত্তরের পট পরিবর্তনের প্রেক্ষাপটে তা আর আলোর মুখ দেখেনি।
মানবতাবিরোধী অপরাধের বিচারে বুদ্ধিজীবী হত্যাকান্ডের সাথে যুক্ত কয়েকজনের বিচার হয়েছে বটে, তবে স্বাধীনতার ৪৯ বছর পরও শুধুমাত্র বুদ্ধিজীবী হত্যাকান্ডের কোন তদন্ত বা বিচার হয়নি।