দর্শক ফিরিয়ে বড় জয় উপহার দিলো লিভারপুল
স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে উলভারহ্যাম্পটনকে ৪ গোলে ভাসালো লিভারপুল।রোববার করোনাকালে ঘরের মাঠ অ্যানফিল্ডে প্রথমবারের মতো সীমিত আকারে খেলা দেখার সুযোগ পায় দুই হাজার দর্শকরা।
এমন ম্যাচে দারুণ জয়ে দর্শকদের আনন্দের উপলক্ষ্য এনে দেয় অল-রেডরা। শুরু থেকেই বল দখলে রেখে খেলতে থাকা লিভারপুল ২৪ মিনিটে এগিয়ে যায় মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহর গোলে।
৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডাচ মিডফিল্ডার জর্জিনিয়ো ভেইনালডাম।৬৭ মিনিটে ক্যামেরুনের সাবেক ডিফেন্ডার জোয়েল মাতিপের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।
৭৮ মিনিটে উলভসের পর্তুগিজ ডিফেন্ডার নেলসন সেমেদোর আত্মঘাতী গোলের সুবাদে বড় জয়ের আনন্দে মাঠ ছাড়ে ইয়্যোর্গেন ক্লপের দল।